শাজাহানপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ইউএনও’র ঈদ উৎসব

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুরে ঈদ পরবর্তী সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের এক অন্যরকম ঈদ আনন্দ এনে দিলেন ইউএনও মুহসিয়া তাবাসসুম।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে স্বপ্নপূরণ স্কুল মানিকদিপা শাখা পরিদর্শন শেষে গ্রামের শিশুদের নিয়ে আনন্দ উৎসব এবং ভালো মানের খাবার পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম,গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের উদ্দেশ্যে দেশপ্রেম, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগাতে উপদেশ মূলক আলোচনা করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া,গন্যমান্য ব্যক্তি,শিক্ষিকা আফরুজা আকতার, মরিয়ম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য -স্বপ্নপূরণ স্কুল টি ১৮টি শাখায় স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত কাজ করে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *