কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জমিজমার পুর্ব শত্রুতার বিরোধের জের ধরে প্রতিপক্ষকে কুপিয়ে রক্তাক্ত যখম করে হাসপাতালে পাঠিয়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে।
১৯ জুন বুধবার বেলা ৩ ঘটিকায় মোঃ রশিদ সর্দারের বসত বাড়িতে এ ঘটনা ঘটে।
সুত্র মতে জানা গেছে মোঃ আজাহার আলী হাওলাদারের পুত্র মো: বাবুল হোসেন (৪২), মো: কামাল হোসেন হাওলাদার ৩৭ ও মজিবর আকনের পুত্র মাহমুদ আকন ২০ দের সাথে তাদের একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোঃ মোঃ রসিদ সরদারের পুত্র ফারুক সরদার ৪৫, জাকির সরদার ৪০,জসিম সরদার ২৩ মজিবর আকনের পুত্র মো: মাহমুদ আকন (২০), দের সাথে একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোঃ রশিদ সরদারের পুত্র মো: ফারুক সরদার (৪৫), মো: জাকির সরদার (৪০), মোঃ জসিম সরদার (২৩) দের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত যখম করলে স্হানীয়রা তাকে( মাহামুদ) উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Leave a Reply