স্টাফ রিপোর্টারঃ
আর মাত্র কিছুদিনের মধ্যেই ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার গুঞ্জন রয়েছে। যেহেতু ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। সে মোতাবেক তফসিল এর সময় ঘনিয়ে আসছে। ইতোমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। দিনরাত চলছে প্রচারণা। ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এবারও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেম্বার মোবারক হোসেন। তিনি এর আগেও দুই বার নির্বাচিত হয়েছেন।
বিগত দিনে টানা দুই মেয়াদে ক্ষমতায় থেকে এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন তিনি। আর বাকি কাজগুলো পরিকল্পনা অনুযায়ী শেষ হওয়ার পথে। বিগত দিনে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী এ সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করেছেন। সেই সাথে নির্মাণ করা হয়েছে পর্যাপ্ত ব্রিজ ও কালভার্ট।সমাজকে এগিয়ে নিতে শিক্ষাকেও গুরুত্ব দিয়েছেন । ওয়ার্ডে নারী শিক্ষার প্রসারে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করাসহ তাদের কর্মসংস্থানেরও উদ্যোগ নিয়েছেন তিনি। এর ফলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে তাদের স্বাবলম্বী হওয়া সহজ হয়েছে।
চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের মেম্বার হতে চান বর্তমান মেম্বার মোবারক হোসেন। ময়মনসিংহ জেলার সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন পরিষদের টানা দুই বারের মেম্বার ও সাবেক যুবলীগ নেতা মোবারক হোসেন বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার কর্মী । তিনি আরো বলেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলার অংশ হিসাবে আমি ভাবখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে সাজানোর জন্য কাজ করে যাচ্ছি। সামনে সুযোগ পেলে ওয়ার্ডের যেসব এলাকা উন্নয়ন বঞ্চিত আছে সেসব এলাকায় উন্নয়ন কর্মকান্ড পৌছে দিবো। জনগণ ও ভোটারদের কাছে প্রার্থীদের যোগ্যতা যাচাই করার সুযোগ রয়েছে,অনেকেই প্রার্থী হবেন, তাদের মধ্যে থেকে তারা আমাকে যাচাই করবেন। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণ যদি মনে করে আমি তাদের পাশে রয়েছি, সেবা দিয়েছি, ওয়ার্ডের উন্নয়ন করেছি তাহলে তারা অবশ্যই আমাকে আবারো বিজয়ী করবেন। তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “স্মার্ট বাংলাদেশ গড়ার” ভিশন বাস্তবায়নের পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করছি এবং করবো। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করছেন।। মোঃ মোবারক হোসেন বলেন, আমি ওয়ার্ডের যেখানেই যাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। জনগণ আমার পাশে আছে, আমি জনগণের পাশে ছিলাম , আছি, থাকবো, আবারো তৃতীয় মেয়াদে আমার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তিনি বলেন-আমি যদি আবার নির্বাচিত হই তাহলে আমার পরিকল্পনার মধ্যে আছে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করে ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসাবে জনগণকে উপহার দিবো।

Leave a Reply