বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা’র স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান মৃধা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকাল ৪ ঘটিকায় বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান মৃধার স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। খেলায় আংশগ্রহন করেন কাঁঠালিয়া উপজেলা ও বেতাগী উপজেলা।

খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান৷

মোঃ খাইরুল ইসলাম মুন্না সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মহাসিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানী দাস, প্যানেন মেয়র এবিএম মাসুদুর রহমান খান, বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোলান কবির প্রমুখ।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ রাফি খান, সদস্য মোঃ ইমরান হোসেন, মোঃ আরিফুল ইসলাম মান্না জানান,যুব সমাজকে একত্রিত রাখতে মাদক, ইভটিজিং, মোবাইলের অপব্যবহার দূর করতে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *