স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে নিজ বাড়িতে স্বজনদের নিয়ে পশু কোরবানি দিয়েছেন জেলা যুব মহিলালীগ’র সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকার। কোরবানী শেষে নিজে কুরবানির মাংস প্যাকেট করে নিজ হাতে গরীব, অসহায়, দুস্থ মানুষের মাঝে মাংস বিতরন করেন তিনি।
এবারের ঈদে তিনি গরু কিনেছেন মোট ২ টি। এর মধ্যে ১টি গরু কোরবানী দিয়ে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে মাংস বিলিয়ে দেন। আর বাকি গরুগুলো কোরবানী দিয়ে নিজের এবং তার ব্যবসা প্রতিষ্ঠানিক শ্রমিক ও আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করা হয় বলে জানা যায়।
কোরবানীর মাংস বিতরনের পাশাপাশি তিনি এসময় দুস্থ ও অসহায়দের মাঝে খাবারও বিতরন করেন।
তাচাড়া ঈদুল আযহার দিনে তিনি বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়প সঙ্গে বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং গরীব অসহায় দরিদ্র জনগোষ্ঠীর খোজ খবর নেন ও তাদেরর সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে গড়া যুব মহিলা লীগ নেত্রী স্বপ্না খন্দকার।
এসময় তিনি বলেন- ঈদ মানে খুশী,ঈদ মানে আনন্দ, এক টুকরা মাংশের অভাবে যেন কোন গরীব অসহায় মানুষ ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষে আমাদের মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবছরের ন্যায় এ বছরও ময়মনসিংহের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কুরবানির মাংশ বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন। সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের মাঝে কুরবানির মাংশ বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সেবা। অসহায়দের সাহায্যের মাধ্যমেই তৈরি হবে মানবিক সেতুবন্ধন। আমার সামান্য সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠী মানুষরা ভালো থাকতে পারবে। এর মাধ্যমে প্রকাশ পাবে মানুষের প্রতি আমাদের মমত্ববোধ ও ভালোবাসা।

Leave a Reply