ডাসার উপ‌জেলা বাসী‌কে প‌বিত্র ঈদুল আযহার শু‌ভেচ্চা জানা‌লেন কাতার প্রবাসী নাজমুল হাসান বেলাল

মোঃ মিজানুর রহমান,বিশেষ প্র‌তি‌নি‌ধি/ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবগ‌ঠিদ ডাসার উপ‌জেলা বাসী‌কে প‌বিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন কাতার প্নবাসী কাজী বাকাই ইউ‌নিয়‌নের আঃ ল‌তিফ বেপারীর জৈষ্ঠ পুত্র বি, এম, নাজমুল হাসান বেলাল নবগ‌ঠিত আসন্ন ডাসার উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভাইস চেয়ারম‌্যান প‌দে সর্বস্ত‌রের জনগ‌নের দোয়া ও সমর্থন কামনা ক‌রে‌ছেন।
এ সময় মুঠ‌ফো‌নে নাজমুল হাসান বেলাল বলেন, ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করি। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। দীর্ঘ এক বছর শেষে এসেছে আনন্দময় উৎসব ঈদুল আজহা। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদুল আযহা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *