শপথ শেষে অধ্যক্ষ মতিউর রহমানের কবর জিয়ারত করে চেয়ারে বসলেন চেয়ারম্যান আবু সাঈদ

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহন শেষে ময়মনসিংহের আওয়ামী রাজনীতির বটবৃক্ষ সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর কবর জিয়ারত করে উপজেলা পরিষদের চেয়ারে বসেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

বৃহস্পতিবার (১৩জুন) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা কাজল শপথ নেন। এছাড়া একইদিন গৌরীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোমনাথ শাহা, মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই শপথ নেন।

শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসময় তিনি প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শপথ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসসহ বি়ভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শপথ শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

আলহাজ্ব আবু সাঈদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহনের পরে ময়মনসিংহ- -৪ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহিত উর রহমান শান্তর বাবা সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর কবর জিয়ারত করেছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন, এই আসনে উন্নয়নের শুরুটা হয়েছিল মরহুম সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যারের হাত ধরে। স্যারের সেই উন্নয়নের ধারা এই আসনে অব্যাহত রেখেছেন বর্তমান সাংসদ আলহাজ্ব মোহিত উর রহমান শান্ত এমপি। সদর বাসীর দোয়া ও সমর্থনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাই জনগণের দেওয়া সেই চেয়ারে বসবার আগে, মরহুম সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যারের কবর জিয়ারত করেছি।

..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *