ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদ

হেলাল শেখঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেয়েছেন মানবিক পুলিশ অফিসার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. এফ. এম সায়েদ। তিনি মানবিক পুলিশ অফিসার বলেই রাজনৈতিক, পেশাজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

বুধবার (১২জুন ২০২৪ইং) রাতে জানা গেছে, তিনি এর আগে ঢাকা জেলার ধামরাই থানা, ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন, এরপর সাভার মডেল থানা থেকে বদলি হয় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেয়েছেন।

এরপর রূপগঞ্জ থানা থেকে বদলি হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আসেন ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, তিনি সবসময় সততা ও সাহসী ভুমিকায় দায়িত্ব পালন করেন এবং কিছু মানবিক কাজ করায়, বিশেষ সম্মানে ঢাকা জেলা আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ঢাকা জেলা শ্রেষ্ঠ ওসি’র পুরস্কারে পুরস্কৃত হলেন। তার জীবনে একাধিকবার এমন সম্মান অর্জন করেছেন।

রাজনৈতিক, পেশাজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন, সর্বসাধারণের জন্য তার দরজা সবসময়ই খোলা আছে বলেই তিনি মানবিক পুলিশ অফিসার। অনেকেই এই আশুলিয়া থানার ওসিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করছেন যে, অভিনন্দন ও আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মানবিক পুলিশ কর্মকর্তা এ. এফ.এম সায়েদ বলেন, যেকোনো মানবিক কাজ করতে আমি প্রস্তুত আছি, সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে তাদেরকে আটক করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধী যেইহোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *