পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তারা বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে সপ্তাহ ব্যাপি আয়োজিত ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আগত সাধারণ মানুষকে ভ‚মি সেবা প্রদান করেন ইউএনও মাহেরা নাজনীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী ও ভ‚মি অফিসের প্রধান সহকারী আব্দুল বারি। উল্লেখ্য, গত ৮ জুন থেকে উপজেলা ভ‚মি অফিস এবং ৬টি ইউনিয়ন ভূমি অফিসে ভ‚মি সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সেবা সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইনে হোল্ডিং এন্ট্রি, ই নামজারী, হাটবাজার পেরিফেরি ভুক্ত সম্পত্তি ডিসিআর প্রদান, অর্পিত সম্পত্তি ডিসিআর প্রদান ও ভ‚মি উন্নয়ন কর আদায় সহ বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হচ্ছে। ১৪ জুন সপ্তাহ ব্যাপী অয়োজিত ভ‚মি সেবা সপ্তাহ সম্পন্ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
পাইকগাছায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় যায়যায়দিন পত্রিকায় ১৯ বছরে পদার্পন ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এসএম আলাউদ্দিন সোহাগ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, হাবিবুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, এসএম বাবুল আক্তার, আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা, বি সরকার, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, বদিউর জামান, শাহরিয়ার কবির, খোরশেদ আলম, উজ্জ্বল দাশ ও মামুনুর রশীদ।

Leave a Reply