December 22, 2024, 6:14 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্লসগাইডস এসোসিয়েশন গোদাগাড়ী উপজেলার আয়োজনে কমিশনার মোসাঃ ফোজিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।
আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোসাঃ তৌহিদা আকতারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন,
একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমূখ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।