।
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের তেতুলিয়ায় এক সময় পরিবেশ বিধ্বংসী ড্রেজারের মুল হোতা, শ্রমিক/লেভার থেকে কোটি পতি বনা, সুরমা ও পূর্ণিমা চা কারখানার মালিক এবং পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশ র্যাবের গাড়ী ভাংচুর ও বিশেষ খমতা আইনে মামলা সহ একাধিক মামলার আসামি ড্রেজার সম্রাট শেখ ফরিদ জামালপুরে জ্বালিয়াতি ও প্রতারনা করে টাকা আত্মসাধ করার মামলায় তেতুলিয়া পুলিশের সহায়তায় জামালপুর পুলিশের হাতে আটক।

Leave a Reply