বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে এস এম খালেদ হোসেন স্বপনের নির্বাচনী উঠান বৈঠক

কে এম সোহেব জুয়েল বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাবেক বাবুগঞ্জ উপজেলা সফল চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা আ- লীগের সভাপতি ও ৫ জুন বাবুগঞ্জ উপজেলা পরিষদের অনুষ্ঠিতব্য নির্বাচনের পদপ্রার্থী এস এম খালেদ হোসেন স্বপনের কাপ পিরিচ প্রতীককে বিজয়ের লক্ষে শুক্রবার ৩১ মে বেলা ৪ ঘটিকায় জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মাসুদ হাওলাদারের বাড়িতে কাপ পিরিচ মার্কার নির্বাচনি উঠান বৈঠকে ৫ জুন কাপ পিরিচ মার্কাকে বিজয়ের লক্ষে দিক নির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আ- লীগের ওয়ার্ড সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্টু।

নির্ভর যোগ্য এই আলোচনা সভায় উপজেলা ছাত্র লীগের যুগ্ন আহবায়ক মোঃ রাজু খন্দকারের সঞ্চালনায় ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচের বিজয় সু- নিশ্চিত করার লক্ষে দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন অনুষ্টানের প্রধান অতিথি জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক চেয়ানম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোঃ তারেকুল ইসলাম তারেক, উপজেলা কৃষক লীগের সিনয়র সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খাঁন,ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস,আওয়ামীলীগ নেতা মোঃ ছানাউল হক মিয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক, বাবু উপেন চন্দ্র মন্ডল, প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এবং বাবুগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাপ পিরিচের বিকল্প অন্য কিছু চিন্তে না করে ৫ জুন একযোগে সকলে মিলে কাপপিরিচ মার্কায় ভোট অধিকার প্রয়োগ করে বিপুল ভোটে বিজয়ের মধ্য দিয়ে তাদের নেতা সরদার খালেদ হোসেন স্বপনকে ফুলের মালা পরাবেন বলে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *