হবিগঞ্জে এলজিইডি অফিসের উপ সহকারী প্রকৌশলী এমদাদুল হকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার এমদাদুল হকের মৃত্যু হয়েছে।

জানা যায় ২৯ মে সকাল সাড়ে নয়টায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন এলজিইডি অফিসের উপ সহকারী প্রকৌশলী এমদাদুল হক।
উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে নয়টায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব হওয়ায় ভোট কেন্দ্রের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন। এসময় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাছিরুল ইসলাম, মশিউর রহমান শামীম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান আউয়াল গভীর শোক প্রকাশ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *