আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সভাপতি,,সাংসদ প্রতিনিধি
ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে একটানা পর পর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে গণসংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে গত ২৮মে মঙ্গলবার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজার ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়
চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। এদিন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির কামারগাঁ ইউপির আহ্বায়ক সুফি কামাল মিন্টুর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সম্পাদক (উত্তর) নির্মল কুমার সরকারের সঞ্চালনায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহযোগী অধ্যাপক মুন্সেফ আলী, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি রাম কমল সাহা, ইউপি সদস্য তোফায়েল আহম্মেদ, শিমুল, এরশাদ আলী,শিক্ষক জাহাঙ্গীর, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহামপ্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।#
তানোর উপজেলা চেয়ারম্যান ময়নাকে গণসংবর্ধনা

Leave a Reply