এম,এ আলিম রিপন ঃ আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন। পাবনা সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ¦ মোঃ কামিল হোসেনের কাপ-পিরিচ মার্কা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া মাদ্রাসা মাঠে গতকাল এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষের উপস্থিতিতে সভাটি জনসভায় পরিণত হয়। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফার স ালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও জেলা আ.লীগের জনপ্রিয় নেতা আলহাজ¦ কামিল হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আহাদ বাবু,আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুইট,এ্যাডভোকেট আহসান হাবিব, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরিফ ডাব্লু,জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমমান সবুজ, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল, আব্দুল আলিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । সভায় পাবনা সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়তে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্যে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আলহাজ¦ কামিল হোসেন বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি।উপজেলার সর্বস্তরের মানুষ আমার পক্ষে কাজ করছে। আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করলে এ উপজেলা থেকে মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি নারীদের অর্থনৈতিক উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হবে।এছাড়া উপজেলার রাস্তাঘাট,শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । জয়ের ব্যাপারে ইনশআল্লাহ শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও তার নির্বাচনী প্রতীক কাপ-পিরিচ মার্কায় ভোট কামনা করেন। সভাপতির বক্তব্যে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান খান বলেন, দিন-রাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ কামিল হোসেন। ইতিমধ্যে কাপ-পিরিচ মার্কা ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে। আলহাজ¦ কামিল হোসেন সবসময় বিপদে আপদে জনগণের পাশে থাকেন ,তাই এবারে আমরা তাকেই ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশআল্লাহ।সভা শেষে স্থানীয় তারাবাড়িয়া বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে কাপ-পিরিচ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Leave a Reply