মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে নালার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ১০টার সময় উপজেলার খামার ধুবনি গ্রামের আমিনুল শেখের শিশু সন্তান ওমর ফারুক(৩) রাস্তার পাশে খেলতে গিয়ে সবার অজান্তে ফুটের ( নালার) পানিতে পড়ে মৃত্যুবরণ করে। শিশু ওমর ফারুকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, আমাদের অভিভাবকদের শিশুর প্রতি খেয়াল রাখতে হবে। পাশাপাশি তাদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে।

Leave a Reply