এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন ৫ জুন। ইতিমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারনায় চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থির স্ত্রীদের নির্বাচনী গণসংযোগ লক্ষ্যনীয়। চেয়ারম্যান প্রার্থী সদ্য চারবারের নির্বাচিত এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক এর “দোয়াদকলম” প্রতীক নিয়ে তাঁর সহধর্মী জেসমিন ফারুক গণসংযোগে নেমেছেন। তিনি উপজেলার ৮ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন স্থানে ভোটারদের কাছে ভোট চাইছেন। অপর প্রার্থী সাবেক ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাওলাদ হোসেন সানা’র স্ত্রী আনারকলি ঝুমুর স্বামীর পক্ষে “মোটর সাইকেল ” প্রতীক নিয়ে বিভিন্নস্থানে গণসংযোগে নেমেছেন।
বানারীপাড়ায় এবছরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪ এবং নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন।#
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর স্ত্রীদের নির্বাচনী গণসংযোগ

Leave a Reply