ষ্টাফ রিপোর্টারঃ
হেলমেট না পরলে মোটরসাইকেল চালকদের জ্বালানি না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ এসেছে পুলিশের তরফ থেকে।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক ও শিল্পাঞ্চল ভালুকার বিভিন্ন পেট্রোল পাম্পে জোরদার মনিটরিং শুরু করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে বিষয়টি নিশ্চিত করে
শাহ কামাল আকন্দ বলেন, হেলমেট সহ যারা তেল নিতে এসেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছে ভালুকা মডেল থানা পুলিশ এবং যারা হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে প্রবেশ করেছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হেলমেট পড়ার উপর জোর দিয়েছেন ভালুকা থানার ওসি।
এদিকে পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক দুর্ঘটনার মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা বলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: আতিকুল ইসলাম।

Leave a Reply