ঢাকা জেলা (উত্তর)ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

শনিবার ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অন্যান্য ফোর্সসহ সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডস্থ ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিন পার্শ্বে লালন টাওয়ার সংলগ্ন যমুনা মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হাসমত আলী (৪৩) পিতা-বাবুল মিয়া,সাং-হেমায়েতপুর দক্ষিন শ্যামপুর,থানা-সাভার,ঢাকা, ২। মোঃ রফিকুল রানা (৪০), পিতা-আঃ আজিজ,সাং-ফুলতলা,থানা- বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও, ৩। ইনতাজুল ইসলাম (২৯), পিতা- মৃতঃ আঃ রউফ, সাং- ছোপড়া,থানা-বালিয়াডাঙ্গী,জেলা-ঠাকুরগাঁও, ৪। মোঃ বুলবুল ইসলাম (৩৮),পিতা- আঃ করিম, সাং-গ্রীলেন্ডপুর,থানা-বালিয়াডাঙ্গীজেলা-ঠাকুরগাঁও দের ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ইং- গত ১৭/০৫/২৪ খ্রি. তারিখ সন্ধার দিকে তাদেরকে গ্রেফতার করেন।

উক্ত আসামীদের গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন কৌশলের মাধ্যমে মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করিয়া করে থাকে।

শনিবার (১৮ মে ২০২৪ইং) ঢাকা জেলা (উত্তর) ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) নিশ্চিত করেন যে, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *