December 21, 2024, 4:20 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার রাত ৮টায় পৌর শহরের নতুন বাজার আফতাব মার্কেটের দ্বিতীয় তলায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলামের সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, আ’লীগ নেতা মতিউর রহমান, জাসদ নেতা শাহ্ আলম বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।