বানারীপাড়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার ১৬ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র‍্যাক আয়োজিত নিরাপদ অভিবাসন(প্রত্যাশা-০২)বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। সভাপতিত্ব করেন জেলা জনশক্তি কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরিশাল এর সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন আহমেদ।
অরিয়েন্টেশনে ইউরোপীয় ইউনিয়নে বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা বিষয়ে ক্ষতি গ্রস্তদের একত্রীকরণ, সহযোগিতা ও প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আলোচনা করেন সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন প্রমূখ। ওরিয়েন্টেশন পরিচালনা করেন ব্র্যাকের এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দন বিশ্বাস। অনুষ্ঠান শেষে তিন জন বিদেশ ফেরত পরিবার সদস্যকে সহযোগিতা দেয়া হয়।

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *