বরিশালের হিজলা ও মুলাদীতে তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু পোনাসহ বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশের সদস্যরা বুধবার ভোরে ও মঙ্গলবার রাতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি ট্রলার থেকে প্রায় তিন লাখ গলদা রেনু পোনা, রেনু পোনা ধরার ২২টি অবৈধ জাল, ছয় কেজি পাঙ্গাশের পোনা ও রেনু পোনা ধরার সরঞ্জাম নয়টি পাতিল, চারটি ড্রাম ও এক ড্রাম রাসায়নিক তরল জব্দ করার পাশাপাশি চার জেলেকে আটক করা হয়। পরে হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জব্দকৃত রেনু নদীতে অবমুক্ত এবং অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত অন্য মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। অপরদিকে মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লপিুরে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার ইলিশ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল, একটি মশারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি এক জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা থানার এসআই মোঃ রেজাউল করিম, নৌ পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *