চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
জাতীয় পাটি চারঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬) বিকেলে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ডাকরা ভোকেশনাল স্কুল মাঠে রাজশাহী জেলা জাপার আহবায়ক শামসুদ্দিন রিন্টু’র সভাপতিত্বে ও রাজশাহী জেলা জাপার সদস্য সচিব মশিউর রহমান এর সঞ্চালনায় চারঘাট উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে ও সকলের উপস্থিতিতে আকবর আলী আসকান কে আহবায়ক ও আব্দুল হাদীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাপা চারঘাট উপজেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক আহবায়ক রাহাত হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সহ উপজেলার আহবায়ক, সভাপতি, সম্পাদক, যুব সংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার (১১ মে) রাজশাহী জেলা জাপার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা জাপার আহবায়ক শামসুদ্দিন রিন্টু ও সদস্য সচিব মশিউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাপা চারঘাট উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।
Leave a Reply