চরতারাপুরে ঘোড়া প্রতীকের সমর্থনে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৯ মে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৩ বারের সদর উপজেলার নির্বাচিত সফল চেয়ারম্যান ও সাবেক ২ বারের পাবনা পৌরসভার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ মোশারফ হোসেনের ঘোড়া মার্কা প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য দেন চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান বাদশা, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ জানু, ইসলাম খা, মকছেদ আলী, নাসিম খান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজা প্রাং,সাধারণ সম্পাদক মধু প্রাং, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান প্রাং, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঝন্টু প্রাং,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ১ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবর আলী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজমত আলী, ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদশা, শ্রমীকলীগ নেতা আজমত বিশ^াস, আ.লীগ নেতা আহমেদ মোল্লা, গফুর শেখ ও হেলাল মোলা প্রমুখ। উঠান বৈঠক শেষে স্থানীয় তারাবাড়িয়া বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *