এক মঞ্চে দুই প্রার্থী যুবকদের মুখোমুখি

খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি ।

বরগুনা জেলার বেতাগী উপজেলা দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী মধ্যে ২ জন প্রার্থী জনকে জনতার মুখোমুখি করেছে জেলা নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম বেতাগী।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টায় শহরের মুক্তি যোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রার্থী ও জনতার মুখোমুখি নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

বেতাগী উপজেলার ২ জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন । তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম (কলস), নিপু রানী দাস (প্রজাপতি)।

যুব ফোরাম বেতাগী উপজেলা আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা নাগরিক প্ল্যাটফর্ম এর সদস্য ও বেতাগী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু, মুক্তি যোদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার ও বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার, উপজেলা এনজিও সমন্বয় রফিকুল ইসলাম প্রমুখ।

যুব ফোরাম বেতাগীর সহযোগিতায় আস্থা নামের প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় এই রকম ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এতে উপজেলা শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন যুব সমাজ, তরুণ প্রজন্ম। তারা প্রার্থীদেরকে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি করে।

প্রার্থীরা ভোটারদের মাঝে দেয়া প্রতিশ্রুতির মতো নিজস্ব ভঙ্গিতে উত্তর দিয়েছেন। পাশাপাশি প্রার্থীরা এক ধরনের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। উপজেলার যুব সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শিক্ষা সংস্কৃতিসহ সকল বিষয় ওঠে আসে। প্রত্যেকেই তারা স্ব স্ব অবস্থান থেকে জনগণের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উপজেলার ভোট হবে আগামী ২১ মে। মোট ৩৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ১ লাখ ১২ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *