সাভারে ডিবি পুলিশের অভিযানে যুবলীগ নেতা ও ১ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকার সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা আব্দুল হামিদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় শীর্ষ মাদক কারবারি স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করা হয়।

গত সোমবার (১৩ মে) বিকেলে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের খনিজ নগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বপন কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়। একই সাথে আব্দুল হামিদ নামে আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০০ পিসেরও বেশি ইয়াবা পাওয়া গেছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, এখনো আমার জানা নেই। এরকম কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ আসলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *