মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
২৯-গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সময়োপযোগী বেতন-ভাতা ও স্থায়ীকরণের দাবীতে জাতীয় সংসদে জোড়ালো দাবী উপস্থাপন করায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যার পরে এ-উপলক্ষ্যে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের সুন্দরগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি এরশাদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ইন্জিনিয়ারিং আব্দুল্লাহ নাহিদ নিগার। আরও উপস্থিত ছিলেন,সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাজাহান, উপজেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান বাদল, সাংবাদিক সামিউল ইসলাম প্রমূখ। পরে মাননীয় সাংসদকে ন্যাশনাল সার্ভিসের সদস্যগণ ক্রেস্ট প্রদান।
Leave a Reply