প্রেস বিজ্ঞপ্তি
নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৩০,০০০/- টাকা জরিমানা
নীলফামারী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা ঃ
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নীলফামারী জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ১৩.০৫.২০২৪ ইং তারিখে নীলফামারী জেলার সদরে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স সানিটা সিরামিকস, টুপামারি, সদর, নীলফামারী প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করার অপারাধে বিএসটিআই আইনে ১টি মামলা দায়ের করা হয়। উক্ত প্রতিষ্ঠানটি হতে নগদ ২৫০০০/- টাকা জরিমানা আদায় ও আগামী ০১ সপ্তাহের মধ্যে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ করার শর্তে মামলাটি নিষ্পত্তি করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ মোঃ আহসান হাবীব।
লালমনিরহাট জেলায় মোবাইল কোর্ট পরিচালনা ঃ
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ১৩.০৫.২০২৪ ইং তারিখে কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই গেটে অবস্থিত মেসার্স একরাম ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার ডিজেলে পরিমাপে ৩০ মিলিলিটার কম থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০০০/- জরিমানা আদায় করা হয় এবং উক্ত ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম সদর উপজেলার মেসার্স প্রিয়ম ফিলিং স্টেশন, সাহা ফিলিং স্টেশন এস এস ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাহিদুল হক। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply