রক্সী খান মাগুরা : বাইশতম চেঞ্জ অভারের মাধ্যমে মাগুরায় এপেক্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বোর্ড মিটিং এর মাধ্যমে এ কমিটি গাঠত হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের জন্য মাগুরা ক্লাবের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ খান, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর হয়েছেন এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মজনু। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি এপেক্স ক্লাবের কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
মাগুরা ক্লাবের সাভির্স ডিরেক্টর লিটন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের ন্যাশনাল প্রেসিডেন্ট শামসুন নাহার আজিজ লীনা, ভাইস প্রেসিডেন্ট এম সায়েম টিপু, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সেক্রেটারী শেখ আরিফুর রহমান রাজু, এপেক্স ক্লাবের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আব্দুল মতিন শিকদার, এপেক্সনার মাকসুদুর রহিম, ডিস্ট্রিক্ট-৬ গভর্ণর শাহানাজ পারভীন সেতু, মতিঝিল ক্লাব প্রেসিডেন্ট ফারহানা আক্তার, নরসিংদী ক্লাব প্রেসিডেন্ট তুষার কান্তি ঘোষ, সাবেক পিডিজি আক্তার জাহান ঝর্ণা, মাগুরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোখলেছুর রহমান অন্যরা।
রক্সী খান মাগুরা।

Leave a Reply