আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই ডাকাতসহ ৫ জন গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকা জেলা ডিবি (উত্তর) এর একটি বিশেষ টিম ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার দুই আসামীসহ মোট ৫জন গ্রেফতার।

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ শুভ মন্ডল এবং এসআই নিঃ আনোয়ার হোসেন এর একটি টিম সাভার থানাধীন সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। রবিউল ইসলাম রাকিব (২৫), পিতা-শফিকুল ইসলাম, সাং-তিস্তা পাঙ্গাটারী, তিস্তা, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট, ২। মোঃ রাজীব মিয়া (৪০), পিতা-আব্দুল অহেদ @ দুলাল, সাং-বি-৮৯, তালবাগ, ৬নং ওয়ার্ড, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ০১/০৫/২৪ খ্রি. তারিখ ২১.৩০ ঘটিকায় ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। উক্ত আসামীদ্বয়কে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এসআই নিঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই নিঃ ফজলুল হক এর একটি টিম আশুলিয়া থানাধীন গোরাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ নিজাম উদ্দিন (৪৭), পিতা-আঃ আজিজ, সাং-গোরাট, শিনশিন গার্মেন্টস এর পূর্ব পাশে, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৩০/০৪/২৪ খ্রি. তারিখ ২২.২০ ঘটিকায় ০৩ (তিন) কেজি গাঁজাসহ আটক করে। উক্ত আসামীকে ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এসআই নিঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম নাটোর এবং রাজশাহীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানার মামলা নং-০২, তারিখঃ- ০২/০৭/২০২৩ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলার ১৬৪ ধারায় প্রকাশিত আসামী ১। মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-রেজিয়া বেগম, সাং-আহমেদপুর বাজার, গনি হাজীর বাড়ী সংলগ্ন, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর, ২। মোঃ সোহেল রানা @ মনা (৩০), পিতা-মৃত গুজরত আলী গেদা, মাতা-সমেনা , সাং-আহমেদপুর বাসস্ট্যান্ড, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর দের গত ৩০/০১/২৪ খ্রি. তারিখ রাতে গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উক্ত মামলায় আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে বলে জানান, ঢাকা উত্তর ডিবির অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *