December 22, 2024, 5:30 am
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে আবারো তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ ও গ্রীষ্মের উত্তাপ কমাতে পানি দেওয়া হয় সড়কে। তীব্র তাপদাহে অতিষ্ঠ যখন জনজীবন অসহ্য গরমের মাঝে এমন মানবিক উদ্যোগ নেওয়া সহ পৌরসভার পক্ষ থেকে। বুধবার দুপুরে প্রখর রৌদ্রের মাঝে সড়কে দাঁড়িয়ে তৃষ্ণার্ত পথচারী ও ক্লান্ত শ্রমজীবী যানবাহন চালকদের মাঝে শরবত বিতরণ করেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। শরবত বিতরণের পাশাপাশি তাপদাহের উত্তাপ কমাতে পানি ভর্তি পিকআপ দিয়ে কয়েক ঘন্টা পর পর পৌরসভার প্রধান সড়ক ভিজিয়ে দেওয়া হয়। তীব্র তাপদাহে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সর্বস্তরের মানুষ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, আক্কাজ আলী, ইব্রাহীম সানা, শিক্ষার্থী আয়েশা রহমান শশী, সুমনা, সাদিয়া, ইব্রাহীম, মারিয়া, তানভীর, মায়সা ও তনু।