বরিশালের বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কর্মিদের মধ্যে থেকে কমিটি গঠন করা হয়েছে।১ লা মে বুধবার ১১ টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ২০১৬ সালের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৪র্থ ধাপের আওতায়,অধিকাংশ কর্মিদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়, মো: জাকির হোসেনের সভাপতিতে এবং রুহুল আমিন রাসেলের সার্বিক সহযোগিতায়, উপস্থিত সভায় সকলের সম্মতিক্রমে, ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হন সুমন দেবনাথ, সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও
সাংগঠনিক সম্পাদক মোঘল সুমন শাফকাত( শুভ)। এছাড়াও কমিটির সহ সভাপতি১।,স্বপন সিকদার ২।তাজরিন জাহান ইভা,৩।ইসরাত জাহান সেতু।
যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সুমন।
সহ সাংগঠনিক সম্পাদক এ্যানি চন্দ।
এবং প্রচার সম্পাদক মিঠুন চক্রবর্তী।
মহিলা বিষয় সম্পাদক পলি সাহা
কার্য নির্বাহী সদস্য
প্রসেনজিৎ বড়াল
উপদেষ্টা মন্ডলি
১। জাকির হোসেন জীবন,২।
রুহুল আমিন রাসেল৩।ইলিয়াস শেখ৪।খুরশিদ জাহান লিমা ৫। সফিক সাহিন। ৬।কিশোর সাহা,৭। কেসব লাল বিশ্বাস ৮। সত্যজিত রায় প্রমূখ।

Leave a Reply