হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মঞ্জুর রহমানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের
অফিস সহকারি আলহাজ্ব মুঞ্জুর রহমান আজ সোমবার ২৯ এপ্রিল সকাল ৯টা ১৫ মিনিটের সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন, ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় হুজরাপুর গোরস্থানে মরহুমের নামাজের জানাজা শেষে দাফন করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এমএন রিদওয়ান ফিরদৌস, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলীসহ সমিতির সদস্যগন গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপনসহ মরহুমের আত্মার অনাবিল শান্তি ও মাগফিরাত কামনা করেছেন। হে পরম করুনাময় আল্লাহতায়ালা আপনি তাকে বেহেস্তের সর্বোত্তম স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন। আরও শোক প্রকাশ করেছেন গোগ্রাম আর্দশ বহুমূখি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসদার হোসেন, গুনিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, প্রধান শিক্ষক, মাফরুদ্দিন, আব্দুল বারী, আসগর আলী, সাইফুল ইসলামসহ শিক্ষক, কর্মচারিগণ গভীর শোক প্রকাশ করেছেন।

হুজরাপুর উচ্চ বিদ্যালয় শিক্ষাপরিবারও গভীর ভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফরাত কামনা করেছেন।
উল্লেখ্য অফিস সহকারী হিসেবে আলহাজ্ব মোঃ মুঞ্জুর রহমান প্রতিষ্ঠা কাল ১৫/০২/১৯৯৩ ইং সাল থেকে আজ অদ্যবদি পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *