পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঢাকায় বসবাসরত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জবাসীর সংগঠন পীরগঞ্জ কল্যাণ সমিতি, ঢাকা- নিবন্ধন নং ঢ-০৯৪৬৫ এর ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার রাজধাণী মোহাম্মদপুরে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে সভাপতি পদে মো. মাহাবুব জ্জামান, সাধারণ সম্পাদক পদে বাদশা ফয়সাল, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ্ আল মাসুদ এবং অর্থ সম্পাদক পদে আলী আকবর সকলের সম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য সদস্য পদে বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে বহুমুখী সেবা মুলক কাজে নিয়োজিত আছে এই সংগঠনটি।
পীরগঞ্জবাসী কল্যাণ সমিতি ঢাকা নতুন কমিটির সভাপতি মাহাবুব জ্জামান, সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল

Leave a Reply