মোঃ কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁওঃ
চট্টগ্রামের বাঁশখালী থেকে কক্সবাজারে আসা প্রায় ২৬ জনের মতো রোগী চোখের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ঈদগাঁও উপজেলায় ৩ জনের মৃত্যু এবং আরও ১০/১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২৯ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী নামক এলাকার মহাসড়কে এঘটনা ঘটে।
নিহতরা হলেন,বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, একই উপজেলার রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া।অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।১০/১৫ জন আহত হয়।আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয় বলে শুনা যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত মালুমঘাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক বলেন,ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত বাস জব্দ করা হয়েছে।হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয় বলে শুনলেও পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশও ঘটনাস্থলে ছুটে যান এবং যানজন চলাচল নির্বিঘ্ন করতে কাজ করেছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি শুভ রঞ্জন চাকমা।

Leave a Reply