চরনিলক্ষিয়া ইউনিয়নে মেম্বার প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিজয়নগর মধ্যপাড়া জামে মসজিদ মাঠে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরনিলক্ষিয়া ইউনিয়নের ইউপি সদস্য পদে প্রার্থী হিসাবে মোঃ সিরাজুল ইসলামের সমর্থনে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় এলাকাবাসীর আয়োজনে স্থানীয় মুরুব্বি জৈনদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও কাওসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় ইউপি সদস্য প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম চর নিলক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উন্নয়নকে আরো বেগবান করে ওয়ার্ড সুখী-সমৃদ্ধ ও উন্নত এলাকা উপহার দিতে মেম্বার পদে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট প্রত্যাশা করে সকলের পাশে থাকার অঙ্গিকার করেন।

এসময় ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসাইন প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে সকলের সমর্থন, দোয়া ও ভোট প্রত্যাশা করেন।

এছাড়াও স্থানীয় হুমায়ুন কবির সরকার, আওয়ামী লীগ নেতা আলাল, রুহুল আমিন, আবুল হাসিম, আব্দুল জলিল, তাইজ উদ্দিন, আলহাজ্ব আহাম্মদ আলী, সোলাইমানসহ স্থানীয় গণ্যমান্যব্যাক্তিবর্গ ইউপি সদস্য প্রার্থী সিরাজুল ইসলামকে সমর্থন করে বিজয়ী করার লক্ষ্যে সকলের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।

এসময় উপস্থিত শতশত জনতা ইউপি সদস্য প্রার্থী সিরাজুল ইসলামকে সমর্থন করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করার আসস্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *