গাইবান্ধা জেলা সমিতি,রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

গাইবান্ধা জেলা সমিতি, রংপুর আয়োজিত গতকাল সন্ধায় পাবলিক লাইব্রেরি রংপুর মিলনায়তনে গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক সাবেক শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এস এম আব্দুর রহিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গাইবান্ধা জেলা সমিতি,রংপুর এর সভাপতি কৃষিবিদ শওকত আলী সরকার এর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন প্রাবন্ধিক আনোয়ার উল ইসলাম রাজু,গাইবান্ধা জেলা সমিতি, রংপুর এর সহসভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, মরহুমের সহধর্মিণী রওশন আরা সোহেলী, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহ আলম, মরহুমের শ্যালোক সাইফুল ইসলাম মুক্তা,লেখক তোফাজ্জল হোসেন,নিজামুল বাবলু,মাসুদুর রহমান মুকুল, বোরজাহান কবির, ফরিয়াদুর রহমান, রবিন জাকারিয়া, এম এম জাকারিয়া, লেখক খন্দকার মাহফুজার রহমান, ও সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
স্মরণ সভা আয়োজন পরিচালনা করেন মোকসেদার রহমান মুকুল।
উল্লেখ্য যে রংপুর জেলা শিল্পকলা একাডমির সাবেক কালচারাল অফিসার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম আব্দুর রহিম গত১০ এপ্রিল সকাল ১১টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।এবং গাইবান্ধা পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি রংপুর এর প্রথম কালচার অফিসার ছিলেন, অসংখ্য সাহিত্য সংস্কৃতি সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *