সুন্দরগঞ্জে ধানকাটার লেবার সেজে গাঁজা পাচারের সময়-২ কারবারি গ্রেফতার

মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

রবিবার পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কৌশলে ধানকাটা লেবার বেশে গাঁজা পাচার করার সময় পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম বালাতাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাদক কারবারি আমিনুল হক (৩০) ও সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৪)কে আটক করেন। পরে উপস্থিত জনতার মোকাবেলায় ধৃত ব্যক্তি জাকির হোসেন এর কাঁধে ঝোলানো ট্রাভেল ব্যাগ তল্লাশী করলে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজা পায় পুলিশ। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি জানান, মাদকসহ সকল অভিযান পুরোদস্তুর চলছে চলবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *