নেছারাবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে সাংবাদিক সহ গ্রেফতার – ২

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

নেছারাবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়ার অভিযোগে দেবাশিষ মন্ডল আশিষ এবং পলাশ কুমার মুনশি নামে দুইজন ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার ২৭ এপ্রিল রাতে নেছারাবাদ উপজেলার ইমাম সমিতির সাধারন সম্পাদক মো: মাসুম বিল্লাহ বাদি হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন।

দেবাশিষ মন্ডল আশিষ একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় সাংবাদিক। এছাড়া পলাশ কুমার মুনশি, দেবাশিষ মন্ডল আশিষের সহচর। এর পূর্বে শনিবার দুপুরে দেবাশিষ মন্ডল আশিষকে স্বরূপকাঠি পৌরসভার সামনে থেকে জিজ্ঞাসবাদের জন্য পুলিশ গ্রেফতার করে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর বিষয়টির সত্যতা পেলে পুলিশ পলাশ কুমার মুনশিকে গ্রেফতার করে। পলাশ নিজেও ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ওই পোষ্টটি দিয়েছিলেন। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলাটি রুজু হয়।

দেবাশিষ মন্ডল আশিষ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মনিন্দ্রনাথ মন্ডলের ছেলে। মামলার অপর আসামী পলাশ কুমার মুনশি গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের শংকর লাল মুনশির ছেলে।

মামলার বাদী মাসুম বিল্লাহ বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোন ধর্মেই নেই। আমাদের ধর্মেও নেই। ইসলাম শান্তি পছন্দ করে। ইসলাম শান্তির ধর্ম। তারা যে অপরাধ করেছে। পুলিশ তার ব্যবস্থা নিয়েছে।

নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, ধর্মীয় অনুভূতি আঘাত দিয়ে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার সকালে তাদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হবে।

জানাগেছে, এর পূর্বে দেবাশিষ মন্ডল এবং পলাশ কুমার মুনশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নিজ নিজ ফেসবুকে কার্টুন ছবি সম্বলিত একটি পোষ্ট দেয়। সেই পোষ্ট আলেম সমাজের চোখে পড়ে। পরে উপজেলার ইমাম সমিতির সাধারন সম্পাদক মো: মাসুম বিল্লাহ বাদী হয়ে থানায় তাদের দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আনোয়ার হোসেন
নেছারাবাদ পিরোজপুর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *