নদীতে গোসল করতে নেমে ২ ছাত্র নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী ঃ রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রপদ্মা নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেক জনকে উদ্ধারে অভিযান চলেছে বলে জানিয়েছেন গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নমীর উদ্দীন। রোববার দুপুরে গোদাগাড়ীর রেল বাজার ঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল তারা।

এরা হলেন, মহিশালবাড়ি গ্রামের সাগরপাড়ার ওমর আলীর ছেলে উসমান আলী (১৪) ও নাসির উদ্দিনের ছেলে সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। এদের মধ্যে ওসমান আলী লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি বিভাগের কর্মীরা।

স্থানীয়দের বরাদ দিয়ে নমীর উদ্দিন বলেন, মহিশালবাড়ি আল ইসলাহ্ ইসলামী একাডেমীর পাঁচজন ছাত্র পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্য থেকে দুইজন ওসমান ও সাইফ পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তল্লাশী চালিয়ে একজনের লাশ উদ্ধার করে। আর সাইফকে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে বিকেল ৪টার দিকে তিনি জানান।

মহিশালবাড়ি আল ইসলাহ্ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তারেক আহম্মেদ আনীক বলেন, স্কুলের নাম করে বাড়ী থেকে বের হয় ৫ জন ছাত্র কিন্তু তারা স্কুলে না এসে বাইসাইকেল করে নদীতে যায় স্কুলের ব্যাগ, পোশাক খুলে একটি নৌকায় রাখে টিউব নিয়ে ৫ ছাত্র নদীতে নামে কিছুদূর যাওয়ার পর গরমে টিউব ফেঁটে যায়, ৩ জন তীরে আসলেও ২ জন ডুবে যায়। একজনের লাশ উদ্ধার করা হযেছে এবং অন্য জন এখনও রয়েছে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *