গৌরনদীর (সরিকলে) প্রখর তাপদাহে আইসক্রিম বিতরন

কেএম সোহেব জুয়েল ঃ জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ঐতিহ্যবাহী সরিকল বন্দরে গতকাল ২৭ এপ্রিল শনিবার প্রখর তাপদাহে পানির তৃষ্ণায় যখন পথচারী মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছিলেন ঠিক তখনি পানির তৃষ্ণা ও শারীরিক তাপদাহ নিয়ন্ত্রনে কাপ আইসক্রিম বিতরনে হাত বাড়িয়ে এগিয়ে আসেন গৌরনদী রিপোর্টর্স ইউনিটির সহ- সাংগঠনিক সম্পাদক, গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার ইউনিটির উপ – পরিচালক কেএম সোহেব জুয়েল।

এ সময় পথচারীদের মধ্যে উপস্থিত থেকে কাপ আইসক্রিম গ্রহন করেন সরিকলের আধুনা গ্রামের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুন আকন, মোঃ এমদাদ হোসেন মৃধা, মোঃ খোকন মৃধা মোসাম্মৎ আয়শা খানম ভ্যান ও রিকশার ড্রাইভার সহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক তৃষ্ণার্থ মানুষ।

তিনি( জুয়েল) বন্দরের উপস্থিতি পথচারীদের মাঝে বলেন, দুর্যোগ পরিস্হিতি মোকাবেলায় প্রত্যেক মানুষকে তার নিজ নিজ স্হান থেকে সাধ্য ও সমার্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দুর্যোগ মোকাবেলায় একযোগে কাজ করাই হবে ভ্রাতিত্বের পরিচয়।

এবং তারি সাথে বলেন এটা মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব ও কর্তব্য তাই এমন মহৎ কাজে প্রত্যেকের অংশগ্রহন করা একান্ত কর্তব্য বলে মনে করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *