খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্নাট্য র‍্যালী ও আলোচনা সভা

(রিপন ওঝা, খাগড়াছড়ি)

স্মার্ট লিগেল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপ্রাদ্য আজ ২৮এপ্রিল রবিবার খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাট্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত এসময়ে জেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ১০ লাখ ২২ হাজার ৯৫৮ জনকে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন‌। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এসময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জেলা বার কাউন্সিল সভাপতি অ্যাড.আশুতোষ চাকমা।

এসময়ে সকল জজ কোর্ট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবীগণ, স্থানীয় নেতাকর্মীগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুবিধাভোগী জনগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *