কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে জোহর আলী সরদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়েঙ্গা গ্রামের বাহের আলী সরদারের ছেলে। মৃত কৃষকের ছেলে জসিম উদ্দিন জানায়, ২৮এপ্রিল সকাল থেকে তার পিতা বিচলী আটি করা ধান কাঁধে নিয়ে বাড়িতে আনছিলেন। বেলা ১১ টার দিকে তিনি বাড়ি আসেন এবং পানি খেতে চান। পানি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন ওই কৃষকে মৃত অবস্থায় আনা হয়েছে।

Leave a Reply