কেশবপুরে মাছের ঘের দখল প্রচেষ্টা, থানায় অভিযোগ

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে মাছের ঘের দখল প্রচেষ্টার ঘটনা ঘটেছে, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযোগে জানা গেছে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল বাসার মোড়েল ছেলে জাহাঙ্গীর আলম জমির মালিক দের সাথে চুক্তি বদ্ধ হয়ে একটি মাছের ঘেরে মাছ চাষ করে আসছিল। নুতন করে আবারো বাংলা ১৪৩৫ সাল পর্যন্ত মেয়াদে ঘেরটি গ্রহণ করে। ঘেরের ভিতর বিভিন্ন প্রজাতির সাদা মাছ রয়েছে । ২৮এপ্রিল সকালে ব্রম্মকাঠি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক খন্দকারের ছেলে ইনতাজ খন্দকার ওরফে নুনু, রামচন্দ্রপুর গ্রামের মৃত সদু সরদারের ছেলে আবুল সরদার ও একই গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম মাছের ঘেরটি দখলে নেয়ার জন্য জাহাঙ্গীর আলম কে হুমকি দিয়ে আসছিল। রোববার সকালে তারা জোটবদ্ধ হয়ে রামচন্দ্রপুর ব্যাসডাঙ্গা মৌজার ৬৫ বিঘা জমির ঘেরটিতে অনধিকার প্রবেশ করে এবং টোংঘর নির্মাণ করতে থাকে। মাটিকাটা স্কেভেটর ঘেরের ভিতর নিয়ে আসে। দখল প্রচেষ্টাকালীন ঘের মালিককে তারা মারপিট করার জন্য উদ্ধত হয়। নিশ্চিত বিরোধে না জড়িয়ে জাহাঙ্গীর আলম কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *