December 22, 2024, 5:20 am
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে ৫২০গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) রাত আটটার দিকে নলছিটির গোদন্ডা এলাকার একটি মাছের ঘের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মো. সাব্বির সরদার (২৩),পিতা মো. বাদল সরদার। সে উপজেলার রানাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই মো. শহিদুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম তাকে রানাপাশা ইউনিয়নের গোদন্ডা এলাকার একটি মাছের ঘের সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছে ৫২০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
নলছিটি থানা (ওসি) মো. মুরাদ আলী জানিয়েছেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।