রাঙ্গামাটিতে তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার মহা সম্মেলনে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

(রিপন ওঝা, বিশেষ প্রতিনিধি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার ২৬ এপ্রিল সকাল ১০.৩০ঘটিকায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার মহা সম্মেলন ও কেন্দ্রীয় সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের লোকজন একসাথে বসবাসের চিন্তা এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তারঁই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে তাঁরই সরকার পার্বত্য অঞ্চলের ভাষা, সংস্কৃতি,কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরোও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য, পোশাক, কৃষ্টি ও সংস্কৃতি অনেক সমৃদ্ধ।  এই গুলোকে ধরে রাখতে হবে। এইগুলো যেন হারিয়ে না যায়, সকলকে একসাথে কাজ করতে হবে। 
এসময়ে সম্মেলনে উদ্বোধকের আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সাংসদ জ্বরতী তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতিকে লালন, প্রচার ও প্রসার করবেন বলে আশা করি। 

এসময়ে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার আহবায়ক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার এর সভাপতিত্বে নাজিব কুমার তঞ্চঙ্গ্যার  সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য শান্তনা চাকমা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিধুভুষণ তঞ্চঙ্গ্যা, সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তঞঙ্গ্যা, সাবেক মহাসচিব এ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা,বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সাবেক ব্যাংকার নির্মল কান্তি তঞ্চঙ্গ্যা এবং ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। 

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার সদস্য সচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি এবং উদ্বোধক জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বেলুন  উত্তোলন এর মাধ্যমে সম্মেলন এর উদ্বোধন করেন। 
আলোচনা সভার শুরুতে  তঞ্চঙ্গ্যা শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজার জেলার টেকনাফ হতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে সম্মেলন প্রথম ও দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *