রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর মাইজদী বাজার মাস্টার পাড়া এলাকায় সিরাজ মঞ্জিল থেকে নাজমা আক্তার (৪০) নামে এক নারী ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার পরিহিত পোশাকের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা বের করে দিতে বাধ্য করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।বৃহস্পতিবার ২৫ শে এপ্রিল রাত ৯ ঘটিকায় নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালনা করে নাজমা আক্তারকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি নাজমা নোয়াখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার সিরাজ মঞ্জিলের বাসিন্দা মো. নূর নবীর মেয়ে। দীর্ঘদিন থেকে সে এলাকায় গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Leave a Reply