December 22, 2024, 6:02 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার ৫নং ইউনিয়ন কমপ্লেক্স মাঠে খোলা আকাশের নিচে মুসলিরা ইস্তিসকার নামাজ আদায় করেন। বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল তাই বৃষ্টির আশায় (সালাতুল ইস্তিসকার) বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ। গত (২৭শে এপ্রিল)২০২৪ইং শনিবার সকালে চন্দ্রপুর ওলামা মাশায়েক পরিষদের আয়োজনে উপজেলার ৫নং চন্দ্রপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে খোলা আকাশের নিচে
নামাজে আদায়ের জন্য বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশগ্রহন করে। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করছেন তারা। নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহ সুপার লতাবর একরামিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার মাওলানা খলিলুর রহমান। নামাজ আদায় করতে আসা মুসল্লী চন্দ্রপুর কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, বলেন, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি। আরো বলেন লতাবর একরামিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল সে কারণে বৃষ্টির জন্য নামাজ পড়েছি।
হাসমত উল্লাহ ।