আজ পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দস্তারবন্দী

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।। পটিয়ায় বায়তুল শরফ শাহ্ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ১ম বার্ষিক সভা ও দস্তারবন্দী অনুষ্ঠান আজ শনিবার (২৭ এপ্রিল) মাদ্রসার ময়দানে অনুষ্ঠিত হবে। পটিয়া পৌরসভা ইন্দ্রপোলস্থ মাদ্রসায় বার্ষিক সভা ও শাহ আখতরিয়া হেফজখানার হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্টানে উদ্বোধক থাকবেন বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়েখ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ.)। প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, ওসি মো: জসিম উদ্দীন, বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ সিনিয়র সহ-সভাপতি ও এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম খোরশেদ, বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার। সভাপতিত্বে করবেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি মো: ইদ্রিস মিয়া। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব অধ্যাপক শেখ মুহাম্মদ ইউনুস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *