তারাকান্দায় ব্যবসায়ীকে খুনের ঘটনায় ২৪ঘন্টায় আসামী গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন ওসি

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় ছেঁড়া টাকা না নেওয়ায় ছুরিকাঘাতে ইকবাল হোসেন (২০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা এবং ব্যবসায়ী ইকবালের বাবা কে হত্যার উদ্যেশ্যে ছুরিকাঘাতেভ গুরুতর জখম করা মামলার এজাহারভুক্ত মুল আসামিসহ দুজন কে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ। গ্রেফতারকৃতরানহলেন ফারুক মন্ডল (২৫) এবং এনায়েত কবির মন্ডল (৪০)। গত ২৩শে এপ্রিল বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটলে থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন তারাকান্দা থানার ওসি ও তার টিম।

সুত্র মতে জানা গেছে-তারাকান্দা উপজেলার মাঝিয়ালি বাজারে দোকানে কেনাবেচায় ব্যস্ত ছিলেন ইকবাল এবং তার বাবা বাচ্চু মিয়া। হঠাৎ একটা সিগারেট বা চকলেট কিনতে আসে মঞ্জু নামের আসামি। একটা ১০ টাকার নোট ছেড়া থাকায় উক্ত টাকা চেইঞ্জ করে দিতে বলেন দোকানদার ইকবাল। সাথে সাথে তর্ক শুরু করে মঞ্জু। মঞ্জু ডেকে আনে তার ঘনিষ্ট আসামি ফারুক ও পারভেজ কে। তিনজনে অতর্কিত ভাবে ছুরি, চাকু ইত্যাদি দিয়ে এলোপাথাড়ি কুপাতে থাকে ইকবাল কে। দোকানে থাকা ইকবালের পিতা ছেলেকে ফিরাতে গেলে খুনিরা তাকেও ছুরি দিয়ে ঘাই মেরে হত্যার চেষ্টা করে সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী এবং তার টিম। আসামি ধরার অভিযান শুরু করেন একই সাথে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেন। লাশের জানাযায় ওসি ওয়াজেদ আলী তার পরিবারকে কথা দেন ২৪ ঘন্টার মধ্যেই আসামী ধরবেন। অবশেষে তিনি তার কথা রেখেছেন এবং যোগ্যতার পরিচয় দিয়ে আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘটনার মুল নায়ক এজাহারভুক্ত কুখ্যাত খুনি ফারুক (২৫) এবং এনায়েত কবির(৪০) কে সরাসরি ওসির নেতৃত্বে রাতের মধ্যই গ্রেফতার করেন । কথা দিয়ে রাতের মধ্যেই আসামী গ্রেফতার করায় এলাকার মানুষ তারাকান্দা থানা পুলিশ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । বর্তমানে এলাকার পরিবেশ শান্ত এবং অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য থানা এলাকায় বিট মিটিং করাসহ জনগণ কে সচেতন করতে নিয়মিত মিটিং করা অব্যাহত রাখবেন বলে জানান ওসি ওয়াজেদ আলী । এই ঘটনায় তারাকান্দাবাসীর প্রশংসার ভাসছেন ওসি ওয়াজেদ আলী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *